অনলাইন ডেস্ক :- সরকার থেকে পদত্যাগের পর বিদায়ী ক্যাবিনেট সভায় অংশ নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বৈঠক শেষে বের হয়ে নিজের ফেসবুক আইডিতে একটি অনুভূতিমূলক স্ট্যাটাস দেন সদ্য সাবেক এই উপদেষ্টা।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত ১৬ মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন এবং নিজের সক্ষমতার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, “বাঁধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।”
আসিফ মাহমুদ জানান, জুলাইয়ের গণ–অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে কাজ করার চেষ্টা করেছেন। অনেক উদ্যোগ ও কাজের প্রশংসা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও এসেছে। তিনি উল্লেখ করেন, জনসমক্ষে যা দেখা গেছে তা কেবল শেষ ফলাফল—কিন্তু পর্দার আড়ালের বাস্তবায়ন প্রক্রিয়া ছিল কঠিন ও কষ্টসাধ্য।
তিনি আরও লেখেন, নীতির প্রতি অনুগত থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন। এর ফলে বিভিন্নভাবে প্রতিশোধ ও রোষানলে পড়তে হয়েছে—এবং ভবিষ্যতেও এমন হতে পারে বলে আশঙ্কা করেন।
তবে জনগণের ভালোবাসা ও সমর্থন তাঁকে শক্তি জুগিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “এসব আর আমাকে ভয় দেখাতে পারে না। আমার শক্তি আমার জনগণ।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.