
অনলাইন ডেস্ক :- জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অযৌক্তিক দাবি–দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর হস্তে দমন করা হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে এবং এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
মেট্রোরেলের ওপর আরোপিত ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্তের পাশাপাশি ফেব্রুয়ারিতে রোজা সামনে রেখে খেজুরের ট্যাক্স ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.০৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কাস্টমস ডিউটি ১৫ শতাংশ কমানো হয়েছে।
বৈঠকে বাণিজ্য আদালত অধ্যাদেশ এবং রেজিস্ট্রেশন (সংশোধন) অর্ডিনেন্স ২০২৫–এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।



