প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেও, বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের দৃঢ় অবস্থানের কারণে তিনি ভীত নন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, তার স্ত্রী, সন্তান ও ভাইবোনেরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি নিজে ভয় পাচ্ছেন না।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক আবেগপূর্ণ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আজ আমার এ দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়।
পোস্টে তিনি বলেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি। যেখানে যাই, সেখানে লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল- বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে? এ দেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি।
তিনি আরও বলেন, এ প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয়বিদারক একটি চিঠি লিখেছিলেন- এ তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে, দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা।
তিনি নিশ্চিত, আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না। তিনি স্বীকার করেন, সামনে ধাক্কা থাকবে এবং 'শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে।' কিন্তু এই তরুণরা ভয় পায় না এবং তারা গন্তব্যে পৌঁছাবেই।
জুলাই ও আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, "আমরা হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপেকে। বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফাইয়াজকেও।" তবুও তার বিশ্বাস, চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদি ও নাবিলা ভয় পায় না, তাই তিনিও ভীত নন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.