শিরোনাম
আর নয় চায়না এখন ঠাকুরগাঁয়ে পাওয়া যাচ্ছে কমলা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে : রংপুর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা দেবিদ্বারে খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার ওবায়দুল কাদের-পরশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই: আসিফ নজরুল বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তাররা আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ গুম ও হাওর সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন তারেক রহমানের সংবর্ধনা: নেতা-কর্মীদের আনতে ‘স্পেশাল ট্রেন’ চেয়ে বিএনপির আবেদন

গুম ও হাওর সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন

Chif Editor

অনলাইন ডেস্ক :- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে গুম প্রতিরোধ এবং হাওর ও জলাভূমি সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের প্রস্তাবও গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো সিদ্ধান্তগুলো নিচে তুলে ধরা হলো:

১. গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫

এই অধ্যাদেশের মাধ্যমে ‘গুম’ সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে বড় পরিবর্তন আনা হয়েছে। কোনো ব্যক্তি অন্তত ৫ বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ বা ‘ডিসাপিয়ার্ড’ ঘোষণা করতে পারবে।

গুম হওয়া ব্যক্তির ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এখন থেকে কমিশনের অনুমতি ছাড়াই তার সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এছাড়া গুমের বিচার ও প্রতিকারের জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীরা ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগ করতে পারবেন।

২. হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫

দেশের হাওর ও জলাশয় রক্ষায় অধিদপ্তরকে শক্তিশালী করতে এই অধ্যাদেশ আনা হয়েছে। হাওর এলাকার বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষায় বিশেষ ‘সুরক্ষিত এলাকা’ ঘোষণার বিধান রাখা হয়েছে। জলাভূমি এলাকায় ক্ষতিকর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তা লঙ্ঘন করলে কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে। এখন থেকে হাওর এলাকায় যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অধিদপ্তরের মতামত নেওয়া বাধ্যতামূলক।

৩. বার্নে নতুন দূতাবাস স্থাপন

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে জেনেভায় জাতিসংঘ মিশনেই দূতাবাসের কাজ চলত। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৩তম মিশন।

অন্যান্য আলোচনা ও সিদ্ধান্ত

শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ রাখছেন।

এছাড়া এ বছর মহান বিজয় দিবস সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

Leave a Reply