অনলাইন ডেস্ক :- চাঁদপুরের হাইমচরে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
উপদেষ্টা জানান, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। গতরাত ২টার দিকে ‘এডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে ভোলার চার বাসিন্দা নিহত হন।
নিরাপদ নৌপথ নিশ্চিত করতে উপদেষ্টা বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছেন। দুর্ঘটনার জন্য দায়ী দুই লঞ্চের সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে মন্ত্রণালয় থেকে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুয়াশার মধ্যে রাতে লঞ্চ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বাল্কহেডগুলো সকাল ৮টার আগে চলাচল করতে পারবে না। চালকের অবহেলা বা রাতে লাইট ব্যবহারে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিট ও লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, "নদীপথ তুলনামূলক নিরাপদ হলেও এ ধরনের সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে হচ্ছে চালক ঘুমিয়ে ছিলেন অথবা অন্য কাউকে দিয়ে চালানো হচ্ছিল। তদন্ত শেষে প্রকৃত কারণ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.