শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দোকান ঘর উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা স্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন দিলেন জয়যাত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক মীর্জা খবীরের পিতার আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন মাহফিল সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পক্ষে আইনজীবীর আইনগত গণ-বিজ্ঞপ্তি রংপুর বিভাগে জাতীয় পার্টির ৩৩ টি আসন উদ্ধারের চেষ্টা ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাতেও উত্তাল শাহবাগ

সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়: রিজওয়ানা

Chif Editor

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যারা প্রতিষ্ঠানে আগুন দেয় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা সবার অভিন্ন প্রতিপক্ষ। সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “শুধু লোক বদলে দিলেই দেশ বদলাবে না, সিস্টেম বদলাতে হবে।”

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেইলি স্টার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে উপদেষ্টা বলেন, আটকে পড়া ২৮ জন সংবাদকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করাই ছিল প্রধান লক্ষ্য। হেলিকপ্টার বা কাঁদানে গ্যাস ব্যবহারের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, “হেলিকপ্টার ব্যবহার করলে বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তেমনি কাঁদানে গ্যাসও পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারত। ভোর ৪টা ৩৭ মিনিটে সবাইকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, কোনো সংবাদপত্রের মত পছন্দ না হলে বিকল্প পত্রিকা জনপ্রিয় করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠানে আগুন দেওয়া কোনো সমাধান নয়। জুলাই আন্দোলনে প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এইজ এবং টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল টুয়েন্টিফোর ও যমুনার ইতিবাচক ভূমিকার কথা তিনি স্মরণ করেন।

গণমাধ্যমের এই ক্ষতিকে সরকারেরও ক্ষতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই ঘটনায় মর্মাহত। প্রো-অ্যাকটিভ না হওয়ায় গণমাধ্যমের যে ক্ষতি হয়েছে, তা আমাদের ধারণার বাইরে ছিল।”

Leave a Reply