
অনলাইন ডেস্ক :- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। সবাই এই নির্বাচনে সমর্থন জানাবে। তবে একটি মহল অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে। এবার মানুষ নির্বাচনে ভোট দিবে দুটি। গণভোট যেটা জুলাই সনদের পক্ষে। আরেকটা পার্লামেন্ট নির্বাচন। যেখানে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এসময় উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের রেমিট্যান্স তো অবশ্যই একটা বিরাট ব্যাপারে। এছাড়াও অন্যান্য শিল্পের ক্ষেত্রে কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। সে কারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। দেশের যারা জেনুইন উদ্যোক্তা, দেশপ্রেমিক উদ্যোক্তা তারা কিন্তু কাজ করছেন। এই উদ্যোগ চলবে।
তিনি আরও বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পরে যারাই দায়িত্ব নেবেন, তারাই উদ্যোগ এগিয়ে নেবেন। দেশের অর্থনীতি, শিল্পসহ সমস্ত কিছুতেই অগ্রগতি হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি মাদারীপুরের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করেন।



