শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বেগম খালেদা জিয়ার জানাজা-দাফনের বিষয়ে সরকার থেকে জানানো হবে: মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্সের শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক বুধবার বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে দাফন স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ বেগম খালেদা জিয়ার প্রয়াণ, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রয়াণ, স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন—(ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)২৫ খ্রি. সকাল ৬:০০ টায় সময়  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ লড়াইয়ের অবসান,
৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে নানাবিধ বার্ধক্যজনিত ও শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থরাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ নানা জটিলতায় আক্রান্ত ছিলেন।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকে তাঁর অবস্থা পর্যায়ক্রমে অবনতির দিকে যেতে থাকে।

শেষ মুহূর্তের পরিস্থিতি মৃত্যুর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।
সোমবার (২৯ ডিসেম্বর)২৫ খ্রিঃ রাত ২ঃ০০টার পর হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন,বেগম জিয়া অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছেন।

মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ও আনফিট থাকায় তাঁকে দেশের বাইরে পাঠানো সম্ভব হয়নি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানেই তাঁর শেষ চিকিৎসা চলছিল।

বেগম খালেদা জিয়া জন্ম: ১৯৪৫ সাল। রাজনৈতিক ক্যারিয়ার: স্বামীর (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান) মৃত্যুর পর বিএনপির হাল ধরেন এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
কারাজীবন : ২০১৮ সাল থেকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় কারাবরণ করেন এবং পরবর্তীতে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্ত হয়ে গুলশানের বাসভবন, ফিরোজা ও হাসপাতালে অবস্থান করছিলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত আজ বিকেলের মধ্যে জানানো হবে। দলীয় প্রধানের মৃত্যুতে দেশজুড়ে শোক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

Leave a Reply