শিরোনাম
থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার কারওয়ান বাজার-বিজয় সরণি-আগারগাঁও ছাড়িয়ে যায় জানাজার পরিধি খালেদা জিয়ার জানাজায় জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন- বাড়ির ছাদেও অংশ নেন মানুষ হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে যা জানা গেল হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের সব পথ মিশেছিল মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়া: জাতির ইতিহাসে ত্যাগ, সংগ্রাম ও অবদানের এক অধ্যায় এক অধ্যায়ের সমাপ্তি, এক দায়ের সূচনা বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বরাদ্দ স্থানে অংশ নেন পরিবারের সদস্যরাও শহীদ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত আপসহীন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজায় জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন- বাড়ির ছাদেও অংশ নেন মানুষ

Chif Editor

অনলাইন ডেস্ক :- স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আপসহীন দেশনেত্রীর জানাজায় শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ নামাজে অংশ নেন। জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন, আশপাশের বাসা-বাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিতে দেখা যায় মানুষকে।

বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়া বিদেশি কূটনৈতিকরা অংশ নেন।

জানাজার জন্য যখন মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, পুরোনো বাণিজ্য মেলার মাঠ, আসাদগেট, আড়ং মোড়সহ আশপাশের এলাকা জনস্রোত, তখন এসব এলাকার ভবনগুলোর ছাদে জানাজার নামাজ আদায় করতে দেখা গেছে অনেককে।

সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভেনিউ ছাড়িয়ে আশপাশের সব সড়ক, অলিগলি থেকে অজস্র মানুষ জানাজায় অংশ নেয়। আশপাশের বাসা-বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা বাসিন্দারা জানাজার নামাজ আদায় করেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেছেন, ‘আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দেব। আমার সঙ্গে যোগাযোগ করবেন।

Leave a Reply