শিরোনাম
ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা! নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার আবেগঘন বিদায় : কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

খুলনা-১, গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১০ জন

Chif Editor

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান। 

এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়ন বাতিল হলো তারা হলেন— ১. জিএম রোকনুজ্জামান (গণ অধিকার পরিষদ): তাঁর প্রস্তাবক ভিন্ন এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল হয়। ২. গোবিন্দ হালদার (স্বতন্ত্র): ভোটারদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাতিল। ৩. অচিন্ত্য কুমার মণ্ডল (স্বতন্ত্র): স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাঁর মনোনয়নও বাতিল করা হয়।

বৈধ ঘোষিত ১০ প্রার্থী যাচাই-বাছাই শেষে যাদের প্রার্থিতা বহাল রয়েছে তারা হলেন— ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় ও ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।

রিটার্নিং অফিসার জানান, নিয়মানুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী দিনগুলোতে অবশিষ্ট আসনগুলোর প্রার্থীদের তথ্য পর্যবেক্ষণ করা হবে।

Leave a Reply