প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
খুলনা-১, গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান।
এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়ন বাতিল হলো তারা হলেন— ১. জিএম রোকনুজ্জামান (গণ অধিকার পরিষদ): তাঁর প্রস্তাবক ভিন্ন এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল হয়। ২. গোবিন্দ হালদার (স্বতন্ত্র): ভোটারদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাতিল। ৩. অচিন্ত্য কুমার মণ্ডল (স্বতন্ত্র): স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাঁর মনোনয়নও বাতিল করা হয়।
বৈধ ঘোষিত ১০ প্রার্থী যাচাই-বাছাই শেষে যাদের প্রার্থিতা বহাল রয়েছে তারা হলেন— ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় ও ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।
রিটার্নিং অফিসার জানান, নিয়মানুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী দিনগুলোতে অবশিষ্ট আসনগুলোর প্রার্থীদের তথ্য পর্যবেক্ষণ করা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.