
আজিজুল ইসলাম যুবরাজঃ
সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিক নেতৃবৃন্দ মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার হামলা মামলায় নির্যাতনের শিকার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও এশিয়া বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ওয়ার্ল্ড নিউজ-এর সম্পাদক সাগর চৌধুরী, দৈনিক প্রলয়-এর প্রধান সম্পাদক মোঃ মির্জা সোবেদ আলী রাজা, সাংবাদিক সানজাদুল ইসলাম সাফা, আরমান হোসেন মুকুল, হৃদয়সহ আরও অনেকে।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত সাংবাদিকরা নীরবতা পালন করে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার এক সাহসী প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। সাংবাদিক সমাজের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষায় তিনি সবসময় ইতিবাচক অবস্থান গ্রহণ করেছেন।
তাঁরা আরও বলেন, আপোষহীন নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে সাধারণ সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



