অনলাইন ডেস্ক :- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই সরকারের মেয়াদে শেষ হচ্ছে না হযরত শাহজালাল আং থার্ড টার্মিনালের কাজ। তবে পদ্ধতিগত যে সমস্যা ছিল সেটা অনেকটাই এগিয়েছে। এসময় তিনি জানান, পরবর্তী সরকার এসে থার্ড টার্মিনাল চালু করবে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিমান উপদেষ্টা এসময় আরও বলেন, বিমানের টিকিট নিয়ে যাতে মানুষের হয়রানি বন্ধ হয়, যৌক্তিক দামে টিকিট বিক্রি হয়, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি বন্ধ হয়; সেজন্যই ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ করা হয়েছে। আর বিমানবন্দরে এসে মানুষের হয়রানি কমাতে জারি করা হয়েছে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ।
বিধি তৈরি করে এই সরকারের মেয়াদেই এ দুটি অধ্যাদেশ কার্যকর করা হবে বলেও জানান শেখ বশিরউদ্দীন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.