
অনলাইন ডেস্ক :- জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণ কার্যক্রমে এ পর্যন্ত ৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মোট ১১৪ জনের মরদেহ উত্তোলন করে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার (০৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম চলছে। এরই মধ্যে, প্রাথমিকভাবে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
শনাক্ত হওয়া শহীদরা হলেন— ফয়সল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম, সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।



