প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক :- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত ভালো সিদ্ধান্ত নেয়নি। এটা একটা আবেগের ব্যাপার। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করেছে, যা ভালো সিদ্ধান্ত ছিল।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, আশা করা হচ্ছে, এ ঘটনা এ পর্যন্তই শেষ হবে। এটাকে আর বাড়তে দেয়া হবে না। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না।
এসব সিদ্ধান্তের কারণে দুই দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে না জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি হওয়ার কথা, সেখানেও বাধা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ ও বাণিজ্যে পড়বে না।
এসময় বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ভারত খেলা থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে যেটা দেখিয়েছে তা ভালো করেনি। সেই ক্রিয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করেছে। এটা বাংলাদেশের সঠিক সিদ্ধান্ত ছিল। ভারত যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, সেটা পরবর্তীতে তারাও বুঝতে পেরেছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.