
অনলাইন ডেস্ক :- সেন্টমার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে। তাই ট্যুরিজমের আগে দেশের এই অনন্য পরিবেশকে বাঁচাতে সংরক্ষণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনার পরিকল্পনা সহ মাস্টারপ্ল্যান চূড়ান্ত করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় ‘সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান নিয়ে কৌশলগত পরামর্শ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, মাস্টারপ্ল্যানের একটি অংশে দ্বীপ সংরক্ষণ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার করণীয় ও বর্জনীয় বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলে এটি সহজে অনুসরণযোগ্য হবে।



