অনলাইন ডেস্ক :- প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৬১৫ কোটি ৭৫ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নজরুল ইসলাম মজুমদারসহ মোট ৩০ জনের নামে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।
একইসঙ্গে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া এই চার্জশিট থেকে তার নামটি বাদ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.