
অনলাইন ডেস্ক :- দেশের প্রায় ১২ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীর মধ্যে মাত্র এক হাজার থেকে দেড় হাজার ব্যবসায়ী ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নিয়ে বে-আইনি কার্যক্রমে জড়িয়ে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘এনইআইআর’র হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
এমআইওবি সভাপতি জাকারিয়া শহীদ, কার্যনির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম, সাইফুদ্দিন টিপু, কোষাধ্যক্ষ ইমরান উদ্দীন এবং বাংলাদেশ মোবাইল ফোন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সম্প্রতি কার্যকর হওয়া এনইআইআর ব্যবস্থার দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব, ভোক্তা সুবিধা এবং দেশের মোবাইল ফোন ইকোসিস্টেমে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনটির মতে, আইনবহির্ভূত এ ধরনের কর্মকাণ্ড শুধু জনশৃঙ্খলা বিঘ্নিত করছে না, বরং দেশের বিনিয়োগ পরিবেশ ও আন্তর্জাতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) ওপর নির্ভরশীল স্মার্টফোন শিল্পে এ ধরনের অস্থিরতা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। এই অনিশ্চয়তা শুধু চলমান বিনিয়োগ নয়, ভবিষ্যৎ বিনিয়োগ প্রবাহ ও স্থানীয় উদ্যোক্তাদের আগ্রহকেও নিরুৎসাহিত করতে পারে। যেকোনো নীতিগত মতভেদ শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে সমাধান হওয়া উচিত এবং বৈধ ব্যবসা ও বিনিয়োগ সুরক্ষায় কঠোর অবস্থান গ্রহণ জরুরি।



