শিরোনাম

বিমানবন্দরের ঝুঁকি মোকাবিলায় বেবিচকের বিশেষ মহড়া

Chif Editor

অনলাইন ডেস্ক :- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে উড্ডয়নের ১০ মিনিট পর খবর এলো—বিমানে বোমা রয়েছে! মুহূর্তেই কক্সবাজার বিমানবন্দরে ঘোষণা করা হলো ‘ফুল এমার্জেন্সি’। সক্রিয় হলো ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (ইওসি)। দ্রুতগতিতে মাঠে নামল বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হলো উদ্ধার অভিযান।

তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই; এটি কোনো বাস্তব দুর্ঘটনা ছিল না। এটি ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক একটি পরিকল্পিত নিরাপত্তা মহড়া। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে হাইজ্যাক ও বোমা হামলার মতো ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “এ ধরনের মহড়া বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে সহায়তা করে।”

তিনি আরও জানান, এই মহড়াটি আসন্ন আইকাও নিরাপত্তা অডিটের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি দুই বছর অন্তর এই ধরনের মহড়া আয়োজনের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।

একই অনুষ্ঠানে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীতকরণ এবং নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। মহড়ায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply