ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় যারা আসবেন, তারা যেন আর কখনোই ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারেন, তা নিশ্চিত করতেই আসন্ন গণভোটের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিদ্যমান ত্রুটিপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর কারণেই শাসকরা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পান। তিনি আরও বলেন, “আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার মাধ্যমে এই ফ্যাসিবাদী পথ চিরতরে বন্ধ করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত দেবে আগামীর বাংলাদেশ কীভাবে চলবে।”
নির্বাচনের দিন ভোটাররা দুটি ব্যালট পাবেন—জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য রঙিন ব্যালট। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশের প্রায় সাড়ে চারশ স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি প্রান্তিক পর্যায়ে গণভোটের সচেতনতা বৃদ্ধিতে এনজিওদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.