প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে তা চলে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল গ্রহণের শেষ দিন শুক্রবারে ১৭৬টি আপিল আবেদন জমা হয়। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও শেষ দিনে সন্ধ্যা ৬টায় লাইনে অপেক্ষারত প্রার্থীদের দেখা গেছে আপিল করার জন্য।
আপিলের শুনানি শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইসিতে শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
এর মধ্যে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।
তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.