নিজস্ব প্রতিবেদক :- শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবীতে পঞ্চগড়ে জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা।
আজ রবিবার (১১ জানুয়ারি) পঞ্চগড় সদরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীকে লাঠিচার্জ করতে দেখা গেছে।
এসময় উক্ত কর্মসূচির নেতৃত্বদানকারী এবং পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক জুলাই যোদ্ধা মোকাদ্দেসুর রহমান সানসহ ২০ জনের অধিক জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতা আহত হয়েছে বলে জানা গেছে। আহত সবাই বর্তমানে পঞ্চগড় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এহেন ঘটনা মানবতা বিরোধী ও ন্যাক্কারজনক আচরণ বলে দাবী করেছে আন্দোলনকারীরা। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ রাত ৯ টায় পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আবারো আন্দোলনের ডাক দেন সম্বনয়কারীরা।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.