শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে: পরিবেশ উপদেষ্টা ‘গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে’ আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন:- জাহাঙ্গীর আলম লিবিয়ায় ভূগর্ভস্থ ‘গোপন কারাগার’ থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি শাওন গ্রেপ্তার ঝিনাইদহে বিশেষ অভিযানে লুট হওয়া টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১ ঋণের দায় নিয়েই প্রাণ হারালেন ইজিবাইক চালক সাগর খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত, গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন:- জাহাঙ্গীর আলম

Chif Editor

সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২০তম সভা শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ভোটকেন্দ্রের মধ্যে ৬০ শতাংশকে ঝুঁকিপূর্ণ বলছে সরকার। অর্থাৎ প্রায় ২৪ হাজার কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।। নির্বাচনকে কেন্দ্র করে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে দ্বিতীয় ধাপের সদস্যরা আট থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।

তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর মোট আট লাখ ৯৭ হাজার সদস্য। এর মধ্যে এক লাখ সেনা সদস্য এবং এক লাখ ৪৯ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অংশ হিসেবেই এই বিশাল বাহিনী ও আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বডি ক‍্যামেরা দেয়া হয়েছে ২৫ হাজার। এছাড়া নিরাপত্তার দায়িত্ব সক্রিয় থাকবে ডগ স্কোয়াডও।

Leave a Reply