প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও
অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ১৩টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়ায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও গণ-সংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন।
এদিন বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিভাগের ১৩টি আসন থেকে আনুষ্ঠানিকভাবে ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীদের মধ্যে বিভিন্ন ইসলামী ও বামধারার রাজনৈতিক দলের প্রার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
তালিকা অনুযায়ী, ঢাকা-১০ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী প্রার্থিতা প্রত্যাহার করেন।
ঢাকা-১৮ আসনে গণ-সংহতি আন্দোলনের প্রার্থী বিলকিস নাসিমা রহমান এবং একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহম্মদ আশরাফুল হক তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া ঢাকা-১৬ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানউল্লাহ এবং খেলাফত মজলিসের অপর প্রার্থী মো. রিফাত হোসেন মালিক সরে দাঁড়ান।
একই দিনে ঢাকা-১৭ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী মো. এমদাদুল হক প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। অন্যদিকে ঢাকা-৫ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মোখলেছুর রহমান কাছেমী এবং ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. ফয়েজ বখ্স সরকার তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই এসব প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থী-তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থিতা প্রত্যাহারের এই ধারা আসনভিত্তিক সমঝোতা, জোটগত কৌশল এবং নির্বাচনী হিসাবের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরের কয়েকটি আসনে ইসলামী দলগুলোর মধ্যে সমন্বয় কিংবা কৌশলগত সরে দাঁড়ানোর বিষয়টি ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে ঢাকার ১৩টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের ১৩টি আসনে মোট ২৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ১৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৫৪টি মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ঢাকা-১৮ আসনের একটি মনোনয়ন প্রথমে স্থগিত রাখা হলেও পরবর্তীতে তা বৈধ ঘোষণা করা হয়।
আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা-১৭ আসনে সর্বাধিক ৩৪ জন প্রার্থী মনোনয়ন গ্রহণ করেছিলেন। অপরদিকে ঢাকা-১২ আসনে মনোনয়ন গ্রহণ করেন ২৮ জন। যাচাই-বাছাইয়ে ঢাকা-১৮, ঢাকা-১২ ও ঢাকা-১৭ আসনে তুলনামূলকভাবে বেশি সংখ্যক মনোনয়ন বাতিল হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র