অনলাইন ডেস্ক :-
টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন অবস্থানই বহাল রাখার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা ও ন্যায্যতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এই পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলার সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র