শিরোনাম
বুড়িচং ফকির বাজার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুলের প্রচারণা শুরু ‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত, ৪৮ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা ৩৩ যাত্রী নিয়ে সড়কের পাশে উল্টে পড়লো বাস এবার আপিলে যাচ্ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ফখরুল নির্বাচনী লড়াইয়ের নতুন ময়দান-টিকটক, ফেসবুক ও ইউটিউবে এগিয়ে কে?

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

Chif Editor

অনলাইন ডেস্ক :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এই ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি।’

প্রেস সচিব বলেন, ‘আজকের সভায় ১৩টি এজেন্ডা ছিল। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন রোহিত আইন খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এ ১৯ প্রকারের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে, অপরাধ অনুযায়ী ১৫ ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ অর্থদণ্ড ৫ লাখ টাকা এবং দণ্ড ১০ বছর। ম্যাচ ফিক্সিংসহ এ ধরনের অপরাধ প্রতিরোধে এই আইন।’

প্রসঙ্গত, নতুন করে ১১ ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটির ঘোষণা করায়, টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Leave a Reply