অনলাইন ডেস্ক :-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার দাবিতে নড়ছে না বিসিবি এবং অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যেই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা উচিত আইসিসির।
ফারুকী বলেন, ‘যখন ভারত পাকিস্তানে খেলতে চায় না, আইসিসি তখন তাদের কথা মেনে নেয়। যখন পাকিস্তান ভারতে খেলতে চায় না, আইসিসি তখনও সম্মতি দেয়। কিন্তু বাংলাদেশ প্রকৃত নিরাপত্তাজনিত কারণে একই দাবি করলে আইসিসি উল্টো অবস্থান নিয়েছে।’
ভারতে সাম্প্রতিক কিছু ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভারত থেকে আমরা ধারাবাহিকভাবে উদ্বেগজনক খবর পড়ছি। শুধু বাংলাদেশি সন্দেহে ভারতীয় নাগরিকদেরও মারধর করে হত্যা করার ঘটনা ঘটছে। গতকালই পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
আইসিসির প্রতি আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘আইসিসি যদি সত্যিই সব সদস্য দেশের সঙ্গে ন্যায্য আচরণকারী একটি নিরপেক্ষ সংস্থা হতে চায়, তাহলে বাংলাদেশের বাস্তব নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে। নিরপেক্ষতা প্রমাণ করার দায়িত্ব এখন আইসিসিরই।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র