শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- “অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন হওয়া আন্তর্জাতিক কাস্টমস দিবসটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) সকালে রংপুর লিঃ, পূর্ব কামাল কাছনা, রংপুর এর কনফারেন্স রুমে উক্ত দিবস পালিত হয়। উদ্বোধন শেষে পবিত্র কোরআন তেলোয়াত ও অতিথিদের ফুলেল শুভেচছার মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনাল-ঢাকা মোহাম্মদ লুৎফর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার ও কর অঞ্চল রংপুর মোঃ মোশাররফ হোসেন।
আলোচনা সভায় কমিশনার (চলতি দায়িত্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর মোহাম্মদ সফিউর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম), অধিনায়ক রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) লে. কর্ণেল সেলিম আলদীন (বিজিওএম, পিএসসি), রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, উত্তরা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা নীলফামারীর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা, যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা সহ এ কমিশনারেটের আওতাধীন নারী, সোনাহাট, বাংলাবান্ধা স্থল কাস্টমস স্টেশনসহ অন্যান্য স্টেশনের আমদানিকারক, সিএন্ডএফ প্রতিনিধি, বিভিন্ন সত্ত্বাধিকারীসহ দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে কাস্টমস আধুনিকায়ন, স্মার্ট বর্ডার ব্যবস্থাপনা এবং শুল্ক আদায়ে অটোমেশনের বিকল্প নেই”। তিনি বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসের দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি অর্জনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমান রংপুর বিভাগের প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ব্যবসায়ী সংগঠনসমূহ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন সরকারি কারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল অংশীজন কাস্টমস ও ভ্যাট কার্যক্রমে যে পেশাদার সহায়তা প্রদান করছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে রাজস্ব আহরণ, বাণিজ্য সহজীকরণ, আইন প্রয়োগ, নিরাপত্তা এবং জনস্বার্থ সংরক্ষণে আপনাদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমকে আরও কার্যক্রর ও গতিশীল -পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই একটি আধুনিক, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তোলা সম্ভব-দৃঢ়ভাবে বিশ্বাস করি”। জাতীয় উন্নয়ন ও সমাজ সুরক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা ও সম্মিলিত হত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র