অনলাইন ডেস্ক :- বাংলাদেশের অন্যতম মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)-এর উপদেষ্টা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
তারা হলেন— বাংলাদেশের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর আ. ফ. ম. খালিদ হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বিবৃতিতে এইচসিএসবি কর্তৃপক্ষ জানায়, এই দুইজন সম্মানিত উপদেষ্টার জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্ব সংস্থাটির মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অধিক গ্রহণযোগ্য করে তুলবে।
উপদেষ্টা হিসেবে ডক্টর আ. ফ. ম. খালিদ হোসেন ও মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস এইচসিএসবির নীতিনির্ধারণী দিকনির্দেশনা প্রদান, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনায় পরামর্শ, মানবিক কার্যক্রমে গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থার প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিসহ বৃহৎ মানবিক প্রকল্প ও জরুরি সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের জন্য নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানদণ্ড নির্ধারণেও তারা দিকনির্দেশনা দেবেন।
এইচসিএসবি কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে একমাত্র সেবামূলক সংস্থা হিসেবে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ গাজায় ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিতভাবে গাজা থেকে সরাসরি ধারণ করা ভিডিও ফুটেজ, ভিডিওর ভেতরেই স্পষ্ট তারিখসহ বাস্তব বিবৃতি এবং মাঠপর্যায়ের দৃশ্য প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড, পরিকল্পনা, শৃঙ্খলা ও জবাবদিহিতার সমন্বয়ে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র