অনলাইন ডেস্ক :- আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড সংগ্রহের জন্য তৈরি করা নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ১৪ হাজার সংবাদকর্মীর তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে কমিশন দাবি করেছে, এটি কোনো হ্যাকিং বা তথ্য ফাঁস নয়, বরং ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের সময় কিছু তথ্য সাময়িকভাবে উন্মুক্ত হয়ে পড়েছিল।
শনিবার (৩১ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করেন।
ইসি জানায়, প্রথমবারের মতো অনলাইন পোর্টালে (pr.ecs.gov.bd`) আবেদন প্রক্রিয়া শুরু করলে সাংবাদিকরা নানা জটিলতায় আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে অনলাইন আবেদন বন্ধ করে দেওয়া হয়। রুহুল আমিন মল্লিক বলেন, "যখন পর্যবেক্ষকদের আবেদনের পথটি বন্ধ করা হচ্ছিল, তখন কারিগরি কারণে কিছু সময়ের জন্য ড্যাশবোর্ড ও অ্যাডমিন প্যানেল দৃশ্যমান ছিল। তবে সেখানে কোনো তথ্য ডাউনলোডের সুযোগ ছিল না।"
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র