শিরোনাম
আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার পল্লবীর বিএনপি নেতা মামুন ছুরিকাঘাতে ছাত্রশিবিরের নেতা শাওন মাহমুদ আশিক আহত  ভূজপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক নির্বাচনের আগে তিন আসনে বিশেষ বরাদ্দ নিয়ে যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহামুদ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা, আহত – ০২ সংসারের দায়িত্ব সামলাতে না পেরে নিখোঁজ;ব্রিজের নিচে মিলল লাশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে মিঠামইন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়মের অভিযোগে অপসারণ দাবি রাণীশংকৈলে ৩০ বছরের ক্রয় করা জমি দখলের অভিযোগ, ভূক্তভোগী পরিবার আতংকে

পার্শ্ববর্তী এলাকা থেকে রাজধানীতে রসালো ফল লিচু আসতে শুরু করেছে। দাম সাধারন মানুষের নাগালের বাইরে।

Deshpattra

দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বাজারে আসতে শুরু করেছে লিচু । দোকানগুলোতে রাজত্ব এখন এসব মৌসুমি ফলের। সুস্বাদু আম, লিচু, সফেদাসহ বিভিন্ন ধরনের ফলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম নাগালের বাইরে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

পাইকারি বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (০৪ মে) রাজধানীর পল্টনে ঘুরে দেশি ফলের বাজারের এমন চিত্র দেখা যায়।

পর্যাপ্ত রোদের কারণে লিচুর ফলন এবার কম হওয়ায় সরবরাহ নেই। যার ফলে অতিরিক্ত দামেই লিচু বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের ধারণা, লিচুর দাম আরও বাড়বে।

তবে আমের সরবরাহ বাড়লেও পাইকারি বেশি দরে কিনে লাভের আশায় খুচরা আরও বেশি দামে বিক্রি করছেন এসব মৌসুমি ব্যবসায়ীরা।

Leave a Reply