শিরোনাম
ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

দোহারে কৃষি জমি থেকে মাটি কাটায় একজনের অর্থদ-

Nasir Uddin Pollob

ঢাকার দোহার উপজেলা কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব দেওয়ান(৩৫) নামে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দ-প্রাপ্ত রাকিব দেওয়ান বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় রাকিব দেওয়ান নামে একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটক রাকিব দেওয়ানকে ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। দোহার থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply