শিরোনাম
রাঙ্গামাটিতে নারী ও গাজা দিয়ে মেম্বারকে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল ও যুবদল নেতা গ্রেফতার  দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও এটা রক্ষা করবো: মনিরুল হক চৌধুরী কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে মহিলা দলের মিছিল শোডাউন কলেজ ছাত্রীদের ইভটিজিং এর ঘটনায় জনতার হাতে ধরা বখাটে যুবকরা, ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে  সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত হাসিনার পক্ষে লড়তে নিয়োগ পেলেন আইনজীবী জেড আই খান পান্না সুষ্ঠু নির্বাচনে ইসিকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান ঢাকার উন্নয়নে ‘মৌলিক পরিবর্তন’ জরুরি: পরিবেশ উপদেষ্টা প্লট বরাদ্দে অনিয়ম, শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলার রায় ২৭ নভেম্বর কুমিল্লায় পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি, গাড়ি ভাঙচুর, আহত ৩, গ্রেফতার ১১

দোহারে কৃষি জমি থেকে মাটি কাটায় একজনের অর্থদ-

Nasir Uddin Pollob

ঢাকার দোহার উপজেলা কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব দেওয়ান(৩৫) নামে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দ-প্রাপ্ত রাকিব দেওয়ান বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় রাকিব দেওয়ান নামে একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটক রাকিব দেওয়ানকে ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। দোহার থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply