শিরোনাম
নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী সিরাজদিখানে পরকীয়ার জেরে কি আত্মহত্যা করলো শিউলি রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইজে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আজ  কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ড. ওসমান ফারুকের সাথে করিমগঞ্জ থানা কৃষকদল নেতা জিয়ার সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ের স্বপ্ন জগত পার্ক নিয়ে সাংবাদিকের পেজে অপপ্রচারের প্রতিবাদ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রংপুর কমিউনিটি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা রংপুর হার্টের রিং পড়ানোর পর রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম তিস্তা ব্যারেজ থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা

দোহারে কৃষি জমি থেকে মাটি কাটায় একজনের অর্থদ-

Nasir Uddin Pollob

ঢাকার দোহার উপজেলা কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব দেওয়ান(৩৫) নামে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দ-প্রাপ্ত রাকিব দেওয়ান বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় রাকিব দেওয়ান নামে একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটক রাকিব দেওয়ানকে ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। দোহার থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply