শিরোনাম
নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: প্রেস সচিব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দ্বীপরাষ্ট্র তাইওয়ান বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার ‘আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ জানতে চাইলেন ‘খুন হওয়া’ ব্যক্তি রাজশাহী-৫: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক নজরুল ইসলাম পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন, অরুণাচলকে তাইওয়ানের মতো ‘মূল স্বার্থ’ ঘোষণা চীনের তারেক রহমানকে স্বাগত জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিছিল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার লালমাইয়ে অবৈধ দুটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন এসিল্যান্ড শাহীন আক্তার শিফা

দোহারে কৃষি জমি থেকে মাটি কাটায় একজনের অর্থদ-

Chif Editor

ঢাকার দোহার উপজেলা কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে রাকিব দেওয়ান(৩৫) নামে একজনকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

দ-প্রাপ্ত রাকিব দেওয়ান বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনরত অবস্থায় রাকিব দেওয়ান নামে একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটক রাকিব দেওয়ানকে ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। দোহার থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply