শিরোনাম
সিরাজদিখানে আওয়ামী লীগের দোষর এখন বিএনপি নেতা, দল-বদলের রাজনীতিতে প্রশ্নবিদ্ধ ইকবাল হোসেন তালুকদার জামায়াতের নেতৃত্বাধীন ঐক্যজোট সরকার গঠন করলে দিনাজপুরে সিটি করপোরেশন হবে: জামায়াতে ইসলামীর উত্তরবঙ্গকে নতুন করে সাজাবো : রংপুরে ডা. শফিকুর রহমান দেবীদ্বারে এলপি গ্যাসে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ, ডিলার থেকে দোকানদার-ভোক্তারা পড়ছেন চরম ভোগান্তিতে লালমাইয়ে রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার দখলদার, চাঁদাবাজ ও মাদককারবারিদের বয়কট করুন: সারজিস আলম উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ না: মির্জা ফখরুল রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর: পাপিয়া

লৌহজংয়ে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Deshpattra

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বুধবার দুপুরে লৌহজং প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের উত্তর পিঙ্গনালী গ্রামের মৃত আবদুল আজিজ বেপারীর ছেলে মো. আলামিন বেপারী। তিনি লিখিত বক্তব্যে জানান, প্রতিবেশী কামাল শেখ লোকজন নিয়ে চলতি মাসের ৭ তারিখে তাঁর পৈতৃক সূত্রে মালিকানা জমিতে রোপণ করা লাউ গাছ, পেঁপে গাছ, কাঁঠাল ও আমের চারা এবং লাউয়ের মাচা ধারালো অস্ত্র দিয়ে ধ্বংস করে। সেই সাথে ১২ শতাংশ জমি দখল করে নিয়ে বাঁশের বেড়ায় লাল রঙের চিহ্ন দিয়ে দেয়। বাধা দিতে গেলে দলবল নিয়ে কামাল শেখ আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন সন্ধ্যায় লৌহজং থানায় লিখিত অভিযোগ করলে পরদিন ৮ মে ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কামাল শেখকে আটক করে পুলিশ। ৯ মে আসামি কামাল জামিনে এসে নারী-শিশুসহ আমাদের পরিবারের ১৩ জন সদস্যের নামে থানায় মিথ্যা অভিযোগ করে। এর ফলে ভুক্তভোগী আল আমিন বেপারী নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমনকি তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না। পরিবারের নারী ও শিশু সদস্যরা আতঙ্কে রয়েছেন।

 

তিনি আরও বলেন, বাপ-দাদার এই জমির দখল পেতে কামাল শেখ ২০০৬ সালে মামলা দায়ের করে। এরপর ২০১০ সালে মামলাটি খারিজ করে আমাদের পক্ষে রায় দেন আদালত। এমনকি কামাল শেখ রায়ের পক্ষে আপিল করলে তা বাতিল করে পুনরায় আমাদের পক্ষে রায় দেন।

সংবাদ সম্মেলনে আল আমিন বেপারী বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply