মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় মরিয়া আবদুল হাফেজ মাঝিকে
নোয়াখালী সুধারাম থানা অন্তর্ভুক্ত বাংলা বাজার ৯৩ শল্যা, ধর্মপুর ইউনিয়নের মনহোর আলীর পুএ মোহাম্মদ আবদুল হাফেজ মাঝিকে মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টায় মরিয়া মের্সাস আজিজ ব্রিকস মালিক মো: ফরহাদ হোসেন। সা:চৌগুরী, মৌকরা, লাঙ্গলকোট, কুমিল্লা। দীর্ঘদিন যাবত মের্সাস আজিজ ব্রিকস ফ্লিড মোহাম্মদ আবদুল হাফেজ মাঝি কারিগর ২০জন হেলপার সহ মোটন৩২জন লোকজন নিয়ে কাজ করার চুক্তি স্বাক্ষর করে ৩০.০০০০০/টাকার কন্টাক্ট, কাগজ করেন, ১৬/০৮/২০২২ইং। ফরহাদ হোসেন ও মাঝি হাফেজ সহ।

দীর্ঘ তিন মাস পযন্ত কাজ করেন লেবার নিয়ে আবদুল হাফেজ মাঝি। পরক্ষনেই বিচলিত হয়ে আজিজ ব্রিকস মালিক, বিভিন্নভাবে অযুহাত দেখিয়ের টাকা না দিয়ে লেবার দের মারধর সহ বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করতে তাকেন। তাছাড়া মোহাম্মদ আবদুল হাফেজ মাঝিকে হত্যার হুমকি সহ বিভিন্ন ভাবে হয়রানি করেন বলেন অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আবদুল হাফেজ মাঝি গণমাধ্যম কে জানান। পরবর্তী আজিজ ব্রিকস মালিক ফরহাদ হোসেন সাথে মুটো ফোনে যোগাযোগ করতে চাইলে একাধিক বার , পাওয়া যায়নি। পরক্ষণেই চুক্তিপএ ২য় স্বাক্ষী মো: আবু নাসের( মাষ্টার) সাতে তিনি জানান সাংবাদিক দের কে বিষয়টি সত্য , এবং আবদুল হাফেজ মাঝির সাথে চুক্তিতে স্বাক্ষর সত্যতা নিশ্চিত করেন। ও ফরহাদ হোসেন বিভিন্নভাবে মিথ্যা চেক মামলায় হয়রানি করেন বলেন।
উল্লেখ , মোহাম্মদ আবদুল হাফেজ মাঝি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.