দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গবিন্দপুর এলাকার সৌদি-আরব প্রবাসী শ্রী রতন হালদারে স্ত্রী শিখা হালদার (২৩) এর মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার বিকালে এলাকাবাসী ও মৃতের স্বজনরা শিখা হত্যার বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন করেছে।
নিহত শিখা হালদারের পরিবারের সদস্যদের দাবি শিখাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। শিখা ওই এলাকার মোহনবাশি হালদারের মেয়ে এবং নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গবিন্দপুর এলাকার সুনিল হালদারের ছেলে, সৌদি আরব প্রবাসী শ্রী রতন হালদারে স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে, যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর শিখা হালদারের শশুরবাড়ি থেকে শিখার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট শেষে শিখার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা প্রেরন করা হয়।
মৃত শিখা হালদারের পরিবার ও তার স্বজনরা জানায়, শিখাকে তার শশুর বাড়ির লোকজন প্রায় মারধর করতো। গত বৃহস্পতিবার শিখাকে তার শশুর বাড়ি লোকজন মারধর করে। পরিবারের দাবি শিখাকে মেরে ঝুলিয়ে রাখা হয়।
শিখা হালদারের মা শারথী হালদারের দাবি করেন, তার মেয়ের শশুর বাড়ির লোকজন তার মেয়েকে মেরে ঝুলিয়ে রাখে। তিনি তার মেয়ের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান।
অপরদিকে শনিবার বিকালে উত্তেজিত জনতা শিখার মৃত্যুকে কেন্দ্র করে শিখার শশুর বাড়িতে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.