দোহার - নবাবগঞ্জ প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রোকেয়া বেগম(৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বাহেরচর এলাকায় নিজ বসতঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত হারুনের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত হারুনের স্ত্রী রোকেয়া বেগমের সাথে তার দুই পুত্রবধুর ঝগড়া হয়। রাতে রোকেয়া বেগম ও পরিবারের অন্যান্য সদস্য ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রোকেয়া বেগমের ছোট ছেলের বউ বিথি আক্তার বসতঘরের লোহার জানালার সঙ্গে ওড়না পেঁচানো রোকেয়া বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করে বারুয়াখালী তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
নিহত রোকেয়া বেগমের বড় ছেলে মো. লোকমানের দাবি তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বারুয়াখালী তদন্ত কেন্দ্র ইনচার্জ রমজানুল হক বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.