শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর

ঢাকা দোহারে দুর্ঘটনা রোধে আঞ্চলিক মহাসড়কে পুলিশরে বিশেষ অভিযান

Nasir Uddin Pollob

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনা রোধে ও যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে দোহার উপজেলায় ছন্দু মিয়ার বাজারে প্রধান সড়ক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম। এ সময় রাস্তায় চলাচলকৃত ট্রাক,সিএনজি ও মোটর-সাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজ আছে কিনা খতিয়ে দেখা হয়। প্রায় তিন ঘন্টার অভিযানে মোট ১৮টি যানবাহন চালককে জরিমানা ও ছয়টি গাড়ি চালককে বিরুদ্ধে মামলা দেয়া হয়। এছাড়া বাকি চালকদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম-সহ অন্যন্য সঙ্গীয় ফোর্স।
দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুল আলম জানান, আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও বেপোরয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১৮ টি যানবাহন চালককে জরিমানা করা হয়েছে। অন্যদিকে বেশ কিছু যানবাহনের চালক ও আরোহীকে সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply