শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর

ঢাকা দোহার উপজেলায় র‍্যাব এর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার -১

Nasir Uddin Pollob

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
ঢাকা দোহার নামক এলাকা হতে দেশীয় পিস্তলসহ ০১ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতা ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার এলাকায় ২৩ জুলাই ২০২৩ ইং আনুমানিক ১৬:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর অভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে দেশীয় পিস্তলসহ ০১ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিটন মোড়ল (৫৫), পিতাঃ- মৃত আতিয়ার রহমান মোড়ল, সাং- দক্ষিণ শিমুলিয়া, থানাঃ- দোহার, জেলাঃ- ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি দেশীয় তৈরি পিস্তল ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply