শিরোনাম
অন্তত দেড় হাজার মোবাইল ব্যবসায়ী বে-আইনি কার্যক্রমে জড়িত: এমআইওবি বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ১২ ফ্ল্যাটসহ সম্পদ জব্দ নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি ভালোবাসা আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর মন্টু

দোহারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Chif Editor

দোহার (ঢাকা)প্রতিনিধিঃ

ঢাকার দোহার উপজেলায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মো. সজিব হোসেন(২৮) ও জিসান(২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. সজিব হোসেন উপজেলার দোহার ঘাটা(সুলতান খার মসজিদ সংলগ্ন) এলাকার মৃত- আলমগীর হোসেনের ছেলে এবং জিসান উপজেলার হাতুরপাড়া এলাকার হযরত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি চৌকস দল ওসি মোস্তফা কামালের নির্দেশে এ এস আই নান্টু কৃষ্ণ মজুমদারের নেতৃত্বে  উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ খাড়াকান্দা সাকিনস্থ রানা@ চ্যালেঞ্জ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মো. সজিব হোসেন ও জিসানকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামীদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply