শিরোনাম
যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত

দোহারে ৬ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার কে ভ্রাম্যমাণের জরিমানা

Nasir Uddin Pollob

দোহার প্রতিনিধি :

বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খানের নেতৃত্বে দোহার উপজেলার সরকারি হাসপাতাল রোডে ছয়টি বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় ক্লিনিকের যথাযথ পরিবেশ নিশ্চিত না করা, টেস্টের মূল্য তালিকা না থাকা, লাইসেন্স নবায়ন না করায় জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ল্যাবকেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, জনসেবা ক্লিনিককে ৫ হাজার টাকা, মুক্তি ক্লিনিককে ৫ হাজার টাকা, সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিকের ডা. ফজলুর রহমান কে বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইন্তাজ বেসরকারি চক্ষু হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সীলগালা করে বন্ধ করে দেওয়া  হয়েছে। অভিযানকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আনোয়ার হোসেন ও দোহার থানা পুলিশ উপস্থিত থেকে  প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

Leave a Reply