শিরোনাম
খালেদা জিয়ার জানাযায় না গিয়ে নির্বাচনী গণসংযোগে জামাত প্রার্থী, সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে বাকযুদ্ধ ঠাকুরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থ্রী হুইলার মালিক শ্রমিকদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার কারওয়ান বাজার-বিজয় সরণি-আগারগাঁও ছাড়িয়ে যায় জানাজার পরিধি খালেদা জিয়ার জানাজায় জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন- বাড়ির ছাদেও অংশ নেন মানুষ হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে যা জানা গেল হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের সব পথ মিশেছিল মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়া: জাতির ইতিহাসে ত্যাগ, সংগ্রাম ও অবদানের এক অধ্যায় এক অধ্যায়ের সমাপ্তি, এক দায়ের সূচনা

দোহারে ৬ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার কে ভ্রাম্যমাণের জরিমানা

Chif Editor

দোহার প্রতিনিধি :

বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খানের নেতৃত্বে দোহার উপজেলার সরকারি হাসপাতাল রোডে ছয়টি বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় ক্লিনিকের যথাযথ পরিবেশ নিশ্চিত না করা, টেস্টের মূল্য তালিকা না থাকা, লাইসেন্স নবায়ন না করায় জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ল্যাবকেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, জনসেবা ক্লিনিককে ৫ হাজার টাকা, মুক্তি ক্লিনিককে ৫ হাজার টাকা, সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিকের ডা. ফজলুর রহমান কে বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইন্তাজ বেসরকারি চক্ষু হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সীলগালা করে বন্ধ করে দেওয়া  হয়েছে। অভিযানকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আনোয়ার হোসেন ও দোহার থানা পুলিশ উপস্থিত থেকে  প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

Leave a Reply