দোহার প্রতিনিধি :
বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খানের নেতৃত্বে দোহার উপজেলার সরকারি হাসপাতাল রোডে ছয়টি বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় ক্লিনিকের যথাযথ পরিবেশ নিশ্চিত না করা, টেস্টের মূল্য তালিকা না থাকা, লাইসেন্স নবায়ন না করায় জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ল্যাবকেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, জনসেবা ক্লিনিককে ৫ হাজার টাকা, মুক্তি ক্লিনিককে ৫ হাজার টাকা, সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিকের ডা. ফজলুর রহমান কে বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইন্তাজ বেসরকারি চক্ষু হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আনোয়ার হোসেন ও দোহার থানা পুলিশ উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।