নিজস্ব প্রতিবেদকঃ ৫ই অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে কেরানীগঞ্জ কলাতিয়া ফতেনগর বিজয়মঞ্চে, বহু গুণিজনের শিক্ষক, মুহাম্মদ আবু বকর স্যারের স্মরণে দোয়া, আলোচনাসভা, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ আলীর উদ্যোগ ও শাহাদাৎ হোসেন মিল্টনের সার্বিক পরিচালনায় বিজয়মঞ্চে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ‘শিক্ষকের মর্যাদা : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
নূর মোহাম্মদ মডেল স্কুলের প্রধান শিক্ষক তামিম আদনানের সঞ্চালনায় ও সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর রওশন আরা বেগম, অধ্যক্ষ, সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেগম বেদৌরা আলী শিমুল, সহকারী অধ্যাপক, কলাতিয়া ডিগ্রি কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোফাচ্ছের হোসাইন জীবন, সহকারী অধ্যাপক, সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ। প্রদীপ কুমার হালদার, সহকারী অধ্যাপক, সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ। মো. আওলাদ হোসেন, প্রধান শিক্ষক, কবি নজরুল উচ্চ বিদ্যালয়।
রবীন্দ্রনাথ দাস, প্রধান শিক্ষক, হযরতপুর উচ্চ বিদ্যালয়। মো. রিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ আইনুল ইসলাম, প্রধান শিক্ষক, বটতলী সিরাউ উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়। মো. কবির হোসেন, প্রধান শিক্ষক, বৌনাকান্দি ইসলামিয়া আইডিয়াল হাই স্কুল।
এবছর আদর্শ শিক্ষক সম্মাননা-২০২৩ যারা পেলেন, এস.এম. শাহাদাত হোসেন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কলাতিয়া উচ্চ বিদ্যালয়। মোঃ শাহাবুদ্দিন, সিনিয়র শিক্ষক, বটতলী সিরাজ উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রধান শিক্ষক, হযরতপুর হলিক্রিসেন্ট হাই স্কুল। মো. কবির হোসেন, প্রধান শিক্ষক, বৌনাকান্দি ইসলামিয়া আইডিয়াল হাই স্কুল। হরিবল চন্দ্র সূত্রধর, সহকারী শিক্ষক, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়।
আবু বকর সিদ্দিক খান, সহকারী শিক্ষক, সিরাজনগর উচ্চ বিদ্যালয়। রাশিদা বেগম সহকারী শিক্ষক, কবি নজরুল উচ্চ বিদ্যালয় ও নূর মোহাম্মদ মডেল স্কুলের সহকারী শিক্ষক, সানোয়ারা সেতু।অনুষ্ঠানে ৯ জন আদর্শ শিক্ষককে সম্মাননা, তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর রওশন আরা বেগম।