দেশপত্র দোহার -নবাবগঞ্জ প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ থানার মো: রোমান নামক এক মিশু (অটো) চালকের গাড়িটি যাত্রিবেশে ভাড়া নিয়ে চন্দ্রখোলা মন্দিরের পাশে অজ্ঞাতনামা ৩ ছিনতাইকারী ছিনতাই করলে উক্ত মিশু (অটো) চালক গতকাল নবাবগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ট্রাফিক- উত্তর) জনাব মো: আমিনুল ইসলামের নির্দেশনায় দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: আশরাফুল আলমের সরাসরি তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা জনাব মো: সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে এসআই শ্যামলেন্দু সরকারসহ একটি বিশেষ অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত ২ ছিনতাইকারী আসামী ১। মোঃ আরিফ হোসেন (২৫) পিতা:- মোঃ বাচ্চু মিয়া,সাং-মানিক নগর ২। মোঃ শাজাহান মিয়া (২৬) পিতা- ফজল হক,মাতা- মমতাজ বেগম,সাং- মধ্যচারী গ্রাম, উভয় থানা- সিংগাইর,জেলা- মানিকগঞ্জ দ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো মতে বাদী রোমান এর ছিনতাইকৃত মিশু (অটো)টি উদ্ধার করা হয়। অদ্য গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা স্বেচ্ছায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।