শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

ফুড এন্ড এসেনশিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম উপলক্ষে গুডনেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক শিশুদের মাঝে পণ্য বিতরণ

Nasir Uddin Pollob

দোহার প্রতিনিধি (ঢাকা) :

ঢাকার দোহারে গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি কর্তৃক ৩০শে জানুয়ারি ২০২৪ ইং তারিখে “ফুড এন্ড এসেনশিয়াল গুডস সাপোর্ট প্রোগ্রাম উপলক্ষে “একটি বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান, দোহার আওয়ামিলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলি, এবং লায়লা আফজাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বজলুর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিসি সভাপতি জনাব একলাল উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সিমবায়োসিস এর প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম। সিডিপি ম্যানেজার, শাহারিয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিতরন কার্যক্রমের সূচনা করেন। প্রধান আতিথি ডাঃ মোঃ জসিম উদ্দিন সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন দোহারের দুঃস্থ এবং গরিব শিশুদের উদ্দেশ্যে গুড নেইবার্সের এই গৃহিত উদ্যোগ আসলেই প্রশংনীয়। যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার খান বলেন, আজকের এই কার্জক্রম শিশু, অবিভাবক এবং আমাদেরকে শিশুশিক্ষা এবং আরো ভালো কাজের জন্য উৎসাহিত করবে।আলোচনা শেষে মোট ৩০০জন শিশুর মধ্যে কিছু খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রি বিতরন করা হয়। প্রদত্ত খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রির মধ্যে ফ্রেশ গুড়া দুধ, মসুর ডাল, ফ্রেশ চিনি, মেরিল সোপ ও ভ্যাজলিন, প্রতিবেশি সরিষার তেল, মাম পট, টিফিন বক্স, এবং রিভাইব লোশন এবং একটি টিস্যু ব্যাগ ছিল।

Leave a Reply