শিরোনাম
কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের পীরগন্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ,আহত ৯ জন রক্তে রামদা ধুয়ে, জামিনে মুখ মুছে, এখনো ক্ষমতার মঞ্চে সোনা শাহীন চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

বৈষম্য বিরোধী সাংবাদিক জাগরণের চেয়েও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল জরুরি

S M Rashed Hassan

সিনিয়র সাংবাদিক, সাঈদুর রহমান রিমন:-

দলবাজ দালাল সাংবাদিক বিতারণ, প্রেসক্লাব দখল- বেদখল, বৈষম্য বিরোধী সাংবাদিক জাগরণের চেয়েও জরুরি হচ্ছে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানি মুক্ত করা। ডিজিটাল নিরাপত্তার নামে আইসিটি আইনে দায়ের করা মামলাগুলো এই মুহূর্তে বাতিলের ব্যাপারে ঐক্যবদ্ধ দাবি জানানো।

ঢাকাসহ সারাদেশে আইসিটি আইনসহ নানা হয়রানিমূলক মামলায় তিন সহস্রাধিক সাংবাদিক নির্যাতিত হচ্ছেন। তাদের পরিবারগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। এছাড়াও ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহকালে গুলিবিদ্ধসহ দুই শতাধিক সাংবাদিক বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। অর্থাভাবে তাদের কারো কারো চিকিৎসা পর্যন্ত বন্ধের পথে। তাদের জন্য রাষ্ট্রীয় সহায়তা খুবই জরুরি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারীদের দাবীর বাইরেও অনেক বড় বড় নির্বাহী আদেশ বাস্তবায়ন হয়েছে, এমনকি আয়নাঘরে ৮/৯ বছর ধরে গুম থাকা মানুষজনও মুক্ত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। অথচ এখনও হতভাগা সাংবাদিকরা নিবর্তনমূলক আইনে বন্দী আর হয়রানির শিকার থাকবেন কেন?

আগে পা চাটা সাংবাদিকদের দালালির কারণে সাংবাদিক নিপীড়ন নির্যাতনের সিংহভাগ ঘটনা ঘটেছে। এখনও দখল-বেদখলের বিভাজনে যদি সাংবাদিক নিপীড়ন নির্যাতন অব্যাহত থাকে আর বহাল থাকে হয়রানির কালাকানুন, তাহলে সাংবাদিকতার জন্য তা “স্থায়ী অভিশাপে” পরিণত হবে।

আসুন আমরা সবাই সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে নিবর্তনমূলক সকল মামলা থেকে সাংবাদিকদের মুক্ত করার দাবি জানাই। আহত সাংবাদিকদের জন্য জরুরি ভাবে রাষ্ট্রীয় সহায়তা চাই। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অভিন্ন দাবিতে আরেকবার রাস্তায় নামুন, উচ্চকন্ঠে দাবি তুলুন।

Leave a Reply