শিরোনাম
কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের পীরগন্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ,আহত ৯ জন রক্তে রামদা ধুয়ে, জামিনে মুখ মুছে, এখনো ক্ষমতার মঞ্চে সোনা শাহীন চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সাংবাদিক ইমন

S M Rashed Hassan

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবিতে মাঠে নামেন ছাত্র-ছাত্রীরা। আন্দলোন চরম অবস্থায় গেলে সাবকে সরকার কারফিউ জারি করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠিন ভাবে নির্দেশ দেন। এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহের মাঠে ছিলেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমন (কার্ড নং BS10664)। প্রেস সেফটি জ্যাকেট পরে গত ২০ জুলাই সন্ধায় কারফিউ চলাকালীন সময়ে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হন।

জানা যায়, ঢাকার মালিবাগ রেটগেট মোড়ে সংবাদ সংগ্রহে গেলে তাকে পেছন থেকে গুলি করেন আইনশৃংখলা বাহিনী। দুই পায়ে রানে গুলি লাগে, তাৎক্ষনিকভাবে জনৈক মারফত ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা ও অপারেশন করানো হয়। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে ডাক্তারি পরিচর্যায় আছেন এবং ধীরে ধীরে অবস্থা আশঙ্কাজনক।

সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমনের খোঁজখবর নিতে যান ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে কার্যকারী নির্বাহী সদস্য মোহাম্মদ রাজু আহমেদ ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার এবং মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর নেতা জুয়েল দৈনিক ইনকালাব প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম মারুফ খন্দকার আজিজুল ইসলাম যুবরাজসহ সাংবাদিক নেতৃবৃন্দ বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকের খোঁজ খবর নেন এবং সুস্থতা কামনা করেন।

Leave a Reply