শিরোনাম
পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা আগুনের ভেতর রাজনীতি, ছাইয়ের ভেতর উন্নয়ন-এটাই আধুনিক বাংলাদেশ! রংপুরে দাদন ব্যবসায়ীর হামলায় ১২ পরিবার বাড়ি ছাড়া প্রতিবন্ধীদের চিকিৎসা ও পূনর্বাসনে দীপশিখার ১৪টি পূনর্বাসন স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে করার দাবিতে ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজ’র মানববন্ধন সম্পন্ন পলের গণসংযোগে নিপুণের নেতৃত্বে বাবু বাহিনীর বাধা অপসাংবাদিকদের বিএমইউজে-তে কোনো স্থান নেই – শিবলী সাদিক খান

এ কেমন ভীতি (!) ছড়ালো আইএসপিআর

S M Rashed Hassan

সিনিয়র সাংবাদিক, সাঈদুর রহমান রিমন:-  খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সংঘর্ষের ঘটনাবলী নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যা জানালো সেটি পাঠ করে আমার তো আক্কেল গুড়ুম হওয়ার অবস্থা হলো।

সংস্থাটি গত দু’দিনের সংঘাত সংঘর্ষ, গুলিতে হতাহতের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেছে, “এতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে, এ কারণে সবাইকে সতর্ক করাসহ সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।”

উচ্চ ক্ষমতাসম্পন্ন দায়িত্বশীল রাষ্ট্রীয় একটি সংস্থা চলমান পরিস্থিতি ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারার চরম আশঙ্কার খবরটি এভাবে খোলামেলা ভাবে চাউর করতে পারে? এতে উদ্বেগ আতঙ্ক যে আরো বেশি ছড়াতে পারে, তটস্থ মানুষজন হতে পারে দিশেহারা। আমার স্মরণকালের দীর্ঘ সময়েও আইএসপিআর কর্তৃক ভীতি ছড়ানোর মতো শব্দ, বাক্য চয়ন করতে দেখিনি।

রাষ্ট্র সর্বাবস্থায় তার জনগণকে আশ্বস্ত করে, মনোবল বাড়াতে সহয়তা করে এমনকি যুদ্ধাবস্থায়ও জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায়। জনমনে সাহস সৃষ্টির জন্য বলে থাকে, জানমাল রক্ষায় পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। অথচ আইএসপিআর ভীতি সঞ্চারমূলক প্রেস রিলিজ দিয়ে দাঙ্গা ছড়ানোর জ্যোতিষী বাণী প্রচারও দ্বিধা করলো না। (কি যেন ভাই কিছুই বুঝতাম পারি না, খালি আমার ক্ষুধা লাগে।)

Leave a Reply