শিরোনাম
উল্টে যাওয়া বিমান থেকে বেঁচে ফিরেছিলেন তিনি ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ ঘোষণা রাকসু জিএসের নারায়ণগঞ্জে ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ কয়েকটি যানবাহন, নিখোঁজ ১ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ময়মনসিংহে ভালুকায় পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১০ দেশে প্রায় দুই কোটিরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন-চিকিৎসার জন্য চিকিৎসক ও হাসপাতাল খুবই অপ্রতুল ভর্তি চলছে ভর্তি চলছে স্ট্যানফোর্ড স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত দেবিদ্বারে নিষিদ্ধ আওয়ামীলীগ দমনে পুলিশের ভূমিকা রহস্য জনক দেবিদ্বারে নিষিদ্ধ আওয়ামীলীগ দমনে পুলিশের ভূমিকা রহস্য জনক ময়মনসিংহে পুলিশের গ্রেপ্তার এড়াতে দোতলা থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এ কেমন ভীতি (!) ছড়ালো আইএসপিআর

S M Rashed Hassan

সিনিয়র সাংবাদিক, সাঈদুর রহমান রিমন:-  খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সংঘর্ষের ঘটনাবলী নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) যা জানালো সেটি পাঠ করে আমার তো আক্কেল গুড়ুম হওয়ার অবস্থা হলো।

সংস্থাটি গত দু’দিনের সংঘাত সংঘর্ষ, গুলিতে হতাহতের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেছে, “এতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে, এ কারণে সবাইকে সতর্ক করাসহ সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।”

উচ্চ ক্ষমতাসম্পন্ন দায়িত্বশীল রাষ্ট্রীয় একটি সংস্থা চলমান পরিস্থিতি ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারার চরম আশঙ্কার খবরটি এভাবে খোলামেলা ভাবে চাউর করতে পারে? এতে উদ্বেগ আতঙ্ক যে আরো বেশি ছড়াতে পারে, তটস্থ মানুষজন হতে পারে দিশেহারা। আমার স্মরণকালের দীর্ঘ সময়েও আইএসপিআর কর্তৃক ভীতি ছড়ানোর মতো শব্দ, বাক্য চয়ন করতে দেখিনি।

রাষ্ট্র সর্বাবস্থায় তার জনগণকে আশ্বস্ত করে, মনোবল বাড়াতে সহয়তা করে এমনকি যুদ্ধাবস্থায়ও জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায়। জনমনে সাহস সৃষ্টির জন্য বলে থাকে, জানমাল রক্ষায় পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। অথচ আইএসপিআর ভীতি সঞ্চারমূলক প্রেস রিলিজ দিয়ে দাঙ্গা ছড়ানোর জ্যোতিষী বাণী প্রচারও দ্বিধা করলো না। (কি যেন ভাই কিছুই বুঝতাম পারি না, খালি আমার ক্ষুধা লাগে।)

Leave a Reply