কুমিল্লা জেলা প্রতিনিধি:- লালমাই উপজেলার বাগমারা বাজারে টিকেটিং এজেন্সির আড়ালে ইউরোপের কাজের ভিসার দেয়ার আশ্বাস দিয়ে মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান বিদেশগামী যাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এসেছে বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে।
বদিউল আলম মজুমদার জেলা পরিষদ সদস্য আমির হোসেনের ভাগিনা আমির হোসেনের বিরুদ্ধে ও মানব প্রাচার বিশেষ করে মহিলা গৃহকর্মী প্রাচারের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। মামা ভাগিনা মিলেমিশে কোন সরকারি অনুমতি বা নিয়মনীতি অনুসরণ না করে এসব করে যাচ্ছেন।
এই নিয়ে মোহাম্মদ জাকারিয়া ও আবুল কালাম নামে দুইজন ইউরোপের রোমানিয়া ইচ্ছুক যাত্রী এমন অভিযোগ করেন। তাদের সাথে আলোচনা করে আরও জানা যায় গত প্রায় এক বছর আগে ইউরোপের রোমানিয়ার কাজের ভিসায় অদক্ষ, আধা শিক্ষিত শ্রমিক পাঠানোর কথা বলে মধ্যবিত্ত পরিবারের সন্তান দের বোকা বানিয়ে তাদের কাছ থেকে পাসপোর্ট সহ জনপ্রতি ৫০ হাজার ১ লাখ টাকা করে নেয়া হয়। এভাবে প্রায় ৩০/৪০জন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা যায় এসব যাত্রীদের কে বিশ্বাস যোগ্য করানোর জন্য কিছু ডিমান্ড বা চাহিদা পত্র প্রদান করেন। পরে দেখা যায় এসব চাহিদা পত্র কম্পিউটারে তৈরি করা। এসব চাহিদা পত্রে রোমানিয়া ভিসা সেন্টার কতৃক কোন সিল মোহর নেই এবং কি আন্তর্জাতিক কোন বারকোড নাম্বার ও নেই।
সরজমিনে তদন্ত করে আরও জানা যায় মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল নামে এ প্রতিষ্ঠান টির কোন বৈধ লাইসেন্স নেই। এবং কি মজুমদার এয়ার ট্রাভেলের মালিক তিনি নন। মৌখিক ভাবে অনুমতি নিয়ে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। জানা যায় কমিশন ভিত্তিতে বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট করার শর্তে ব্যবসা করার অনুমতি পান।
আরিফুল ইসলাম নামে একজন ভুক্তভোগী জানান এখানে মধ্যপ্বাশ্চে মহিলা ভিসা এবং ওমরাহর ভিসার কাজও করা হয় যাহা সম্পূর্ণ অবৈধ।
বিভিন্ন দেশে অদক্ষ শ্রমিক বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশে যাওয়া সম্ভব হলেও মানুষ সুযোগ টি গ্রহণ করছে না। অথচ একজন বিদেশগামী যে কোন পেশায় বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল স্কুল থেকে টেনিং নিয়ে অল্প খরচে পৃথিবীর যে কোন দেশে যাওয়া সম্ভব। সাধারণ মানুষ মনে করে এ বিষয় জনসচেতনতা সৃষ্টি করে মানুষ উদ্ধৃত করা।
অভিযোগ কারী আবুল কালাম বলেন প্রশাসনের চোখের সামনে এভাবে চটকদার বিজ্ঞাপন ও সাইনবোর্ড লাগিয়ে সাধারণ মানুষ কে বোকা বানিয়ে প্রতারণা করে যাচ্ছেন অথচ প্রশাসনের চোখে পড়লো না।
এ বিষয় মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল প্রোফাইটর বদিউল আলম নাহিদ কে জানতে চাইলে তিনি বিদেশে শ্রমিক পাঠানোর বৈধ অনুমতি আছে বলে জানান। যদিও তিনি কোন কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন।