শিরোনাম
সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটে হরিজন জনগোষ্ঠীর অগ্রাধিকার ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায়

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই : অ্যাটর্নি জেনারেল

Special Correspondents

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই। জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Leave a Reply