শিরোনাম
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে তেকসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ওসির কক্ষে কৃষক লীগ নেতার উপস্থিতিতে সাংবাদিকের নামে মামলা: বদরগঞ্জে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ, ওসির অপসারণ দাবি বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে আনা হবে বড় সংস্কার : আমীর খসরু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে যা জানালো ভারত একযোগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর মালয়েশিয়ার বিপক্ষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব আটক শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে লেখা চিঠির জবাব এখনও আসেনি : তৌহিদ হোসেন

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই : অ্যাটর্নি জেনারেল

Special Correspondents

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই। জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Leave a Reply