শিরোনাম
বুড়িচং ফকির বাজার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুলের প্রচারণা শুরু ‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত, ৪৮ শতাংশ প্রার্থীর পেশা ব্যবসা ৩৩ যাত্রী নিয়ে সড়কের পাশে উল্টে পড়লো বাস এবার আপিলে যাচ্ছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: তারেক রহমান নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ফখরুল নির্বাচনী লড়াইয়ের নতুন ময়দান-টিকটক, ফেসবুক ও ইউটিউবে এগিয়ে কে?

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই : অ্যাটর্নি জেনারেল

Special Correspondents

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই। জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Leave a Reply