শিরোনাম
দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত শোক থেকে শব্দে ফেরা: মুস্তাকিম নিবিড়ের ‘অনন্য সূচনা’ প্রকাশ আপত্তিকর ভিডিও ছড়িয়ে মামলা প্রত্যাহার সহ চাদা দাবি করে বার্তা পাঠায় অপরাধী চক্র মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক ক্ষমতায় না গেলেও কুমিল্লাকে বিভাগ করতে বাধ্য করা হবে: জামায়াত আমির শতভাগ ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইসি সানাউল্লাহ মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ”র চেয়ারম্যান ওয়ালিউর রহমান হিরু ডিবির হাতে আটক কুমিল্লার গোমতী নদীর উত্তরেও শহর সম্প্রসারণ হবে: পাঁচথুবীর জনসভায় মনিরুল হক চৌধুরী রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই : অ্যাটর্নি জেনারেল

Special Correspondents

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই। জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

Leave a Reply