শিরোনাম
রংপুর শ্রম দপ্তরে সহকারীর রাজত্ব: আদালতে মামলার অজুহাতে ঘুষ বাণিজ্য এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে কুমিল্লা জেলা পুলিশ কামরাঙ্গীচর থানা বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,আহব্বায়ক মোহাম্মাদ নাঈম কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল

ব্যতিক্রমী ড্রোন শো ঢাকার আকাশে আলোর ঝলকানি সংসদ ভবন

Special Correspondents

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার আকাশ আলোকিত করেছে নজরকাড়া ও অর্থবহ ড্রোন প্রদর্শনী। চীনা দূতাবাসের সৌজন্যে এবং বাংলাদেশ সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

এদিন বিকেল ৩টায় শুরু হওয়া কনসার্টের পর সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিলো সবার জন্য উন্মুক্ত। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে রাজধানীবাসীর মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহের কমতি নেই।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মহড়ায় প্রথমবারের মতো আকাশে ভেসে ওঠে ড্রোনচিত্র ও রঙিন লেজার রশ্মি। এ শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। উঠে আসে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

শোয়ের মহড়ায় উপস্থিত জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আন্দোলনকারী আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো বার্তা। এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ড্রোন শো কেবল বিনোদনের নয়, বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণআন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা-ভবিষ্যতের ইঙ্গিত।

Leave a Reply