শিরোনাম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি দাউদকান্দির পিআইও আরিফুল ইসলাম এর বিরুদ্ধে দুদকে শতকোটি টাকার মামলাঃ

ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক:

সিরিজ রিপোর্ট-০৩:- কুমিল্লা নগরীর ডুমুরিয়া চানপুরে লেক ভিউ সামনে জনুর দোকান থেকে শুরু করে গোমতি হাউজিং পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ জমি, সাবেক ৪৫ দাগের রাস্তার নাল ভূমি সহ জবর দখল করে ভরাট করে ভবন নির্মাণ কার্যক্রম শুরু করেছেন। এবিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান সরকারি কর্মকর্তাদের বাধার কারণে বিগত ৪০ বছর যাবৎ এই জমিটি কেউ ভরাটের কার্যক্রম চালাতে পারেনি। কিন্তু বর্তমান সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সমর্থক-কারী রাজা মিয়ার পত্র আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির আলম সহ কতিপয় স্থানীয় বিএনপি”র নেতা মিলে উক্ত জায়গাটি দখল করে ভরাট করে এখন হাউজিং সোসাইটি নির্মাণ”র কাজ শুরু করেছেন।

রাত দিন ২৪ ঘণ্টা শত শত ড্রাম্প ট্রাক দিয়ে মাটি ক্যারি করার কারণে আশেপাশের রাস্তা নষ্ট করা সহ আশেপাশের বাড়িঘর নষ্ট হচ্ছে। এবিষয় দখলকারীদের সাথে কথা বললে তারা গণমাধ্যমকে জানান আমাদের জমি আমরা ভরাট করছি কিন্তু সাবেক ভূমি দাগ ৪৫ নাম্বার দাগ খাস ছিল বর্তমানে আপনারা মালিক হলেন কি ভাবে উক্তরে বলেন প্রশাসনকে মেনেস করেই করতেছি।

এই বিষয় ৫নং পাঁচথুবী ইউনিয়ন সহ-কারী ভূমি কর্মকর্তা আব্দুল আলিমকে জানালে তিনি বিষয়টি দেখবেন বললে বিগত ০৭ দিনেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

উক্ত বিষয় সংরাইশ ১৬নং ওয়ার্ডে পুকুর ভরাট ও ডুমুরিয়া চানপুরের উক্ত সরকারি খাস জমি ভরাটের বিষয় বন্ধ করতে শাতাধিক বার কুমিল্লা জেলা প্রশাসন ডিসি, ইউএনও, এসিল্যান্ডদেরকে ফোন করলেও ফোন উঠায়নি! পরে সংবাদ প্রকাশ করে অবগত করার পরেও তাদের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ প্রশাসন সাধারণ জনমনে। তাহলে কি বর্তমান জেলা প্রশাসনের প্রতিনিধিরা মাটি ব্যবসায়ী ও সরকারি ভূমি দখলে সাহায্য করছেন! কেন তাদের বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখবেন না? ইতঃপূর্বেও কুমিল্লার লাটসাহেব শিরোনামে কুমিল্লার ডিসি মোঃ আমীরুল কায়সার বদলি হওয়ার কথা থাকলেও কোন এক উপদেষ্টার তকদিরে তিনি এখনো বহাল রয়েছেন কুমিল্লায় এত ক্ষুব্ধ কুমিল্লা সচেতন মহল।

Leave a Reply